22. শখনিয়ের সন্তানেরা হল: শমরিয়; আর শময়িয়ের সন্তান— হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, এই ছয় জন।
23. আর নিয়রিয়ের সন্তানেরা হল: ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম, এই তিন জন।
24. আর ইলীয়ৈনয়ের সন্তানেরা হল: হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ অক্কুব, যোহানন, দলায় ও অনানি, এই সাত জন।