24. সরূয়ার পুত্র যোয়াব গণনা করতে আরম্ভ করেছিলেন, কিন্তু সমাপ্ত করেন নি; আর গণনার দরুন ইসরাইলের উপরে গজব পড়েছিল; এবং তাদের সংখ্যা দাউদ বাদশাহ্র ইতিহাস-পুস্তকে লেখা হল না।
25. অদীয়েলের পুত্র অস্মাবৎ বাদশাহ্র কোষাধ্যক্ষ ছিলেন এবং ক্ষেত, নগর, গ্রাম ও উচ্চগৃহগুলোতে যেসব ভাণ্ডার ছিল, সেসব ভাণ্ডারের নেতা ছিলেন উষিয়ের পুত্র যোনাথন;
26. ক্ষেতের কৃষাণদের নেতা ছিলেন কলূবের পুত্র ইষ্রি।
27. আঙ্গুর-ক্ষেতগুলোর নেতা ছিলেন রামাথীয় শিমিয়ি; এবং আঙ্গুরক্ষেতস্থ আঙ্গুর-রসের ভাণ্ডারের নেতা ছিলেন শিফমীয় সব্দি।