১ খান্দাননামা 25:9-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. আর আসফের জন্য ইউসুফের পক্ষে প্রথম দল উঠলো। দ্বিতীয় গদলিয়ের পক্ষে; সে, তার ভাইয়েরা ও পুত্ররা বারো জন।

10. তৃতীয় সক্কুরের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

11. চতুর্থ যিষ্রির পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

12. পঞ্চম নথনিয়ের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

13. ষষ্ঠ বুক্কিয়ের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

14. সপ্তম যিশারেলার পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

15. অষ্টম যিশায়াহের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

16. নবম মত্তনীয়ের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

17. দশম শিমিয়ির পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

18. একাদশ অসরেলের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

19. দ্বাদশ হশবিয়ের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

20. ত্রয়োদশ শবূয়েল; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

21. চতুর্দশ মত্তিথিয়; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।

১ খান্দাননামা 25