4. হেমনের কথা; হেমনের সন্তান— বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল ও যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দলতি ও রোমামতী-এষর, যশবকাশা, মল্লোথি, হোথীর, মহসীয়োৎ।
5. যে হেমন খোদায়ী কালাম সম্বন্ধে বাদশাহ্র দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাবার জন্য তাঁর এসব সন্তান ছিল। আল্লাহ্ হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়েছিলেন।
6. এরা সকলে আল্লাহ্র সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা মাবুদের গৃহের গান করার জন্য তাদের পিতার সহযোগী ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন বাদশাহ্র অধীন ছিলেন।
7. মাবুদের উদ্দেশে গীতগানে শিক্ষিত তারা ও তাদের ভাইয়েরা সংখ্যায় সবসুদ্ধ দুই শত অষ্টাশি জন কাওয়ালী পারদর্শী লোক ছিল।
8. পরে তারা ছোট বড় এবং শিক্ষক-ছাত্র সকলে গুলিবাঁট দ্বারা যার যার কর্তব্য স্থির করলো।
9. আর আসফের জন্য ইউসুফের পক্ষে প্রথম দল উঠলো। দ্বিতীয় গদলিয়ের পক্ষে; সে, তার ভাইয়েরা ও পুত্ররা বারো জন।
10. তৃতীয় সক্কুরের পক্ষে; তার পুত্ররা ও ভাইয়েরা বারো জন।