5. পিতৃকুল নির্বিশেষে গুলিবাঁট দ্বারা তাদেরকে ভাগ করা হল, কেননা পবিত্র স্থানের নেতৃবর্গ ও খোদায়ী নেতৃবর্গ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানদের মধ্য থেকে গৃহীত হল।
6. আর বাদশাহ্র, নেতাদের, সাদোক ইমামের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শমরিয় লেখক তাদের নাম লিখলেন; বস্তুত ইলিয়াসরের জন্য একটি ও ঈথামরের জন্য একটি পিতৃকুল বেছে নেওয়া হল।
7. তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠলো; দ্বিতীয় যিদয়িয়,
8. তৃতীয় হারীমের, চতুর্থ সিয়োরীমের,
9. পঞ্চম মল্কিয়ের, ষষ্ঠ মিয়ামীনের,
10. সপ্তম হক্কোষের, অষ্টম অবিয়ের,
11. নবম যেশূয়ের, দশম শখনিয়ের,
12. একাদশ ইলীয়াশীবের, দ্বাদশ যাকীমের,
13. ত্রয়োদশ হুপ্পের, চতুর্দশ যেশবাবের,