15. মূসার পুত্র গের্শোম ও ইলীয়েষর।
16. গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।
17. আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহুসংখ্যক হল।
18. যিয্হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।
19. হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।
20. উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্ ও দ্বিতীয় যিশিয়।
21. মরারির পুত্র মহলি ও মূশি। মহলির পুত্র ইলিয়াসর ও কীশ।
22. ইলিয়াসর ইন্তেকাল, তাঁর পুত্র ছিল না, কেবল কয়েক জন কন্যা ছিল, আর তাদের জ্ঞাতি কীশের পুত্ররা তাদেরকে বিয়ে করলো।
23. মুশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।
24. এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবির বংশ, বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যাদের নাম ও মাথা অনুসারে গণনা করা হল এবং মাবুদের গৃহের সেবাকর্ম করতো, এরা তাদের পিতৃকুলপতি।