১ খান্দাননামা 23:15-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. মূসার পুত্র গের্শোম ও ইলীয়েষর।

16. গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।

17. আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহুসংখ্যক হল।

18. যিয্‌হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।

19. হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।

20. উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্‌ ও দ্বিতীয় যিশিয়।

21. মরারির পুত্র মহলি ও মূশি। মহলির পুত্র ইলিয়াসর ও কীশ।

১ খান্দাননামা 23