12. কহাতের পুত্র অম্রাম, যিষহ্র, হেবরন ও ঊষীয়েল, এই চার জন।
13. ইমরানের পুত্র হারুন ও মূসা; আর চিরকাল অতি পবিত্র বস্তু অতি পবিত্র করবার জন্য, মাবুদের সম্মুখে ধূপ জ্বালানো, তার পরিচর্যা এবং তাঁর নামে দোয়া করবার জন্য হারুন ও তাঁর সন্তানদেরকে চিরকালের জন্য পৃথক করা হল।
14. কিন্তু আল্লাহ্র লোক যে মূসা, তাঁর পুত্ররা লেবি বংশের মধ্যে উল্লিখিত হল।
15. মূসার পুত্র গের্শোম ও ইলীয়েষর।
16. গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।
17. আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহুসংখ্যক হল।
18. যিয্হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।
19. হেবরনের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরীয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।
20. উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মিকাহ্ ও দ্বিতীয় যিশিয়।