১ খান্দাননামা 23:1-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর দাউদ বৃদ্ধ ও পূর্ণায়ূ হলেন এবং তাঁর পুত্র সোলায়মানকে ইসরাইলের বাদশাহ্‌ করলেন।

2. তিনি ইসরাইলের সমস্ত নেতা এবং ইমাম ও লেবীয়দেরকে একত্র করলেন।

3. তখন ত্রিশ ও তারচেয়ে বেশি বছর বয়স্ক লেবীয়দের গণনা করা হল; মাথা গণনায় তারা আটত্রিশ হাজার পুরুষ।

4. তাদের মধ্যে চব্বিশ হাজার লোক মাবুদের গৃহের কাজের তত্ত্বাবধানে নিযুক্ত হল এবং ছয় হাজার লোক শাসনকর্তা ও বিচারকর্তা,

5. আর চার হাজার লোক দ্বারপাল হিসেবে নিযুক্ত হল; এবং দাউদ প্রশংসার্থে যেসব বাদ্যযন্ত্র নির্মাণ করেন, তা দ্বারা চার হাজার লোক মাবুদের প্রশংসা করতো।

6. আর দাউদ তাদেরকে গের্শোন, কহাৎ ও মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা দলে বিভক্ত করলেন।

7. গের্শোনীয়দের মধ্যে লাদন ও শিমিয়ি।

8. লাদনের সন্তান; প্রধান যিহীয়েল, অপর সেথম ও যোয়েল, এই তিন জন।

9. শিমিয়ির সন্তান শলোমোৎ, হসীয়েল ও হারণ, তিন জন; এরা লাদনের পিতৃকুলপতি।

10. আর শিমিয়ির সন্তান যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়, শিমিয়ির এই চার সন্তান।

11. তাদের মধ্যে প্রধান যহৎ ও দ্বিতীয় সীষ; কিন্তু যিয়ূশের ও বরীয়ের বহু সন্তান ছিল না, এই কারণে তারা একত্র গণিত হয়ে একটি পিতৃকুল হল।

১ খান্দাননামা 23