আর দাউদ সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করে পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করলেন, আর মাবুদকে ডাকলেন, তাতে তিনি আসমান থেকে কোরবানগাহ্র উপরে আগুন বর্ষণ করে তাঁকে জবাব দিলেন।