9. আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়।
10. রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন।
11. আর নহশোনের পুত্র সল্মোন ও সলমোনের পুত্র বোয়স।
12. বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি।
13. ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম,
14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,
15. ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ।
16. আর তাঁদের বোন সরূয়া ও অবীগল। সরূয়ার তিন জন পুত্র হল অবীশয়, যোয়াব ও অসাহেল।
17. আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইসমাইলীয় যেথর।
18. আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন।