১ খান্দাননামা 2:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন।

7. কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল।

8. এথনের পুত্র অসরিয়।

9. আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়।

10. রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন।

11. আর নহশোনের পুত্র সল্‌মোন ও সলমোনের পুত্র বোয়স।

১ খান্দাননামা 2