১ খান্দাননামা 2:45-52 কিতাবুল মোকাদ্দস (BACIB)

45. রেকমের পুত্র শম্ময়। আর শম্ময়ের পুত্র মায়োন এবং মায়োন বৈৎ-সুরের পিতা।

46. আর কালুতের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসকে প্রসব করলো এবং হারণের পুত্র গাসেস।

47. আর যেহদয়ের পুত্র রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।

48. কালুতের উপপত্নী মাখা শেবরকে ও তির্হনঃকে প্রসব করলো।

49. আরও সে মদ্‌মন্নার পিতা শাফ এবং মক্‌বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করলো; আর কালুতের কন্যার নাম অক্‌ষা।

50. কালুতের পুত্ররা হল ইফ্রাথার জ্যেষ্ঠ পুত্র বিন্‌হূর; কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবল।

51. বেথেলহেমের পিতা শল্‌ম, বৈৎ-গাদেরের পিতা হারেফ।

52. আর কিরিয়ৎ-যিয়ারীমের পিতা শোবলের পুত্র হরোয়া, মনূহোতের অর্ধাংশ।

১ খান্দাননামা 2