১ খান্দাননামা 2:4-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।

5. পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

6. সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন।

7. কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল।

8. এথনের পুত্র অসরিয়।

9. আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়।

10. রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন।

11. আর নহশোনের পুত্র সল্‌মোন ও সলমোনের পুত্র বোয়স।

12. বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি।

13. ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম,

14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,

15. ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ।

16. আর তাঁদের বোন সরূয়া ও অবীগল। সরূয়ার তিন জন পুত্র হল অবীশয়, যোয়াব ও অসাহেল।

17. আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইসমাইলীয় যেথর।

18. আর হিষ্রোণের পুত্র কালুত তার স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটি সন্তানের জন্ম দিল। অসূবার পুত্ররা হল যেশর, শোবব ও অর্দোন।

19. পরে অসূবার মৃত্যু হলে কালুত ইফ্রাথাকে বিয়ে করলো। সে তার ঔরসে হূরকে প্রসব করলো।

20. হূরের পুত্র ঊরি, ঊরির পুত্র বৎসলেল।

21. পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করলো, ষাট বছর বয়সে সে তাকে বিয়ে করলো, তাতে সে স্ত্রী তার ঔরসে সগূবকে প্রসব করলো।

১ খান্দাননামা 2