33. যোনাথনের পুত্র পেলৎ ও সাসা। এরা যিরহমেলের সন্তান।
34. শেশনের পুত্র ছিল না, কেবল কন্যা ছিল, আর যার্হা নামে শেশনের এক জন মিসরীয় গোলাম ছিল।
35. পরে শেশন তার গোলাম যার্হার সঙ্গে তার কন্যার বিয়ে দিল, আর সে তার ঔরসে অত্তয়কে প্রসব করলো।
36. অত্তয়ের পুত্র নাথন, নাথনের পুত্র সাবদ;
37. সাবদের পুত্র ইফ্লল, ইফ্লনের পুত্র ওবেদ;
38. ওবেদের পুত্র যেহূ, যেহূর পুত্র অসরিয়;
39. অসরিয়ের পুত্র হেলস। হেলসের পুত্র ইলীয়াসা;
40. ইলীয়াসার পুত্র সিস্ময়,
41. সিস্ময়ের পুত্র শল্লুম; শল্লুমের পুত্র যিকমিয় ও যিকমিয়ের পুত্র ইলীশামা।
42. যিরহমেলের ভাই কালুতের সন্তান; তার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হেবরনের পিতা মারেশার সন্তানেরা।
43. আর হেবরনের পুত্র কারুন, তপূহ, রেকম ও শেমা।
44. শেমার পুত্র যর্কিয়মের পিতা রহম।
45. রেকমের পুত্র শম্ময়। আর শম্ময়ের পুত্র মায়োন এবং মায়োন বৈৎ-সুরের পিতা।
46. আর কালুতের উপপত্নী ঐফা হারণ, মোৎসা ও গাসেসকে প্রসব করলো এবং হারণের পুত্র গাসেস।
47. আর যেহদয়ের পুত্র রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।