১ খান্দাননামা 2:2-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. দান, ইউসুফ ও বিন্‌ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের।

3. এহুদার পুত্ররা হল এর, ওনন ও শেলা; তাঁর এই তিন পুত্র কেনানীয়া বৎশূয়ার গর্ভে জন্মেছিল। এহুদার জ্যেষ্ঠ পুত্র এর মাবুদের দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।

4. পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।

5. পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

6. সেরহের পুত্র শিম্রি, এথন হেমন, কলকোল ও দারা, সবসুদ্ধ পাঁচ জন।

7. কর্মির পুত্র আখন বর্জিত দ্রব্যের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করে ইসরাইলের দুষ্টক্ষত হিসেবে অভিহিত হয়েছিল।

8. এথনের পুত্র অসরিয়।

9. আর হিষ্রোণের ঔরসজাত পুত্র যিরহমেল, রাম ও কালুবায়।

10. রামের পুত্র অম্মীনাদব ও অম্মীনাদবের পুত্র এহুদা-সন্তানদের নেতা নহশোন।

11. আর নহশোনের পুত্র সল্‌মোন ও সলমোনের পুত্র বোয়স।

12. বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র ইয়াসি।

13. ইয়াসির জ্যেষ্ঠ পুত্র ইলীয়াব, দ্বিতীয় অবীদানব, তৃতীয়, শম্ম,

14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,

15. ষষ্ঠ ওৎসম, সপ্তম দাউদ।

16. আর তাঁদের বোন সরূয়া ও অবীগল। সরূয়ার তিন জন পুত্র হল অবীশয়, যোয়াব ও অসাহেল।

17. আর অবীগলের পুত্র অমাসা; সেই অমাসার পিতা ইসমাইলীয় যেথর।

১ খান্দাননামা 2