১ খান্দাননামা 2:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইসরাইলের পুত্ররা হল রূবেণ, শিমিয়োন লেবি ও এহুদা, ইষাখর ও সবূলূন,

2. দান, ইউসুফ ও বিন্‌ইয়ামীন, নপ্তালি, গাদ ও আশের।

3. এহুদার পুত্ররা হল এর, ওনন ও শেলা; তাঁর এই তিন পুত্র কেনানীয়া বৎশূয়ার গর্ভে জন্মেছিল। এহুদার জ্যেষ্ঠ পুত্র এর মাবুদের দৃষ্টিতে দুষ্ট হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।

4. পরে এহুদার পুত্রবধূ তামর তার ঔরসে পেরস ও সেরহকে প্রসব করলো; সবসুদ্ধ এহুদার পাঁচ পুত্র।

5. পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

১ খান্দাননামা 2