১ খান্দাননামা 19:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তখন হানূন দাউদের গোলামদেরকে ধরে তাদেরকে দাড়ি কামিয়ে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ নিতম্ব দেশ পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন।

5. পরে কোন লোক গিয়ে সেই ব্যক্তিদের বৃত্তান্ত দাউদকে জানালো। আর তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে লোক পাঠালেন; কেননা তারা অতিশয় লজ্জিত হয়েছিল। বাদশাহ্‌ বলে পাঠালেন, যতদিন তোমাদের দাড়ি না উঠে, ততদিন তোমরা জেরিকোতে থাক, তারপর ফিরে এসো।

6. অম্মোনীয়রা যখন দেখতে পেল যে, তারা দাউদের কাছে নিজদেরকে ঘৃণার পাত্র করেছে, তখন হানূন ও অম্মোনীয়রা অরাম-নহরয়িম, অরাম-মাখা ও সোবা থেকে রথ ও ঘোড়সওয়ারদেরকে বেতন দিয়ে আনবার জন্য এক হাজার তালন্ত রূপা পাঠাল।

7. আর বত্রিশ হাজার রথ ও মাখার বাদশাহ্‌কে এবং তাঁর লোকদেরকে বেতন দিয়ে আনাল; তারা এসে মেদবার সম্মুখে শিবির স্থাপন করলো এবং অম্মোনীয়রাও যার যার নগর থেকে একত্র হয়ে যুদ্ধের জন্য বের হল।

১ খান্দাননামা 19