2. নাথন দাউদকে বললেন, যা কিছু আপনার মনে আছে তা-ই করুন, কেননা আল্লাহ্ তাঁর সহবর্তী।
3. কিন্তু সেই রাতে আল্লাহ্র এই কালাম নাথনের কাছে উপস্থিত হল,
4. তুমি যাও, আমার গোলাম দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, তুমি আমার জন্য বসতি-গৃহ নির্মাণ করবে না।
5. ইসরাইলকে বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন গৃহে বাস করি নি, কিন্তু এক তাঁবু থেকে অন্য তাঁবুতে ও এক শরীয়ত-তাঁবু থেকে অন্য আবাসে গিয়েছি।