১ খান্দাননামা 16:5-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় জাকারিয়া, অপর যিয়ীয়েল, শমীরোমোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এরা আল্লাহ্‌র নিয়ম-সিন্দুকের সম্মুখে নেবল ও বীণা বাজাতেন ও আসফ উচ্চধ্বনির করতাল বাজাতেন।

6. আর বনায় ও যহসীয়েল এই দু’জন ইমাম প্রতিনিয়ত তূরী বাজাতেন।

7. আর সেদিন দাউদ মাবুদের উদ্দেশে প্রশংসা-গজল করার ভার আসফের ও তাঁর ভাইদের হাতে প্রথমে অর্পণ করলেন।

8. মাবুদের প্রশংসা-গজল কর,তাঁর নামে ডাক,জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।

9. তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর।তাঁর সমস্ত অলৌকিক কাজ ধ্যান কর।

10. তাঁর পবিত্র নামের মহিমা হোক;যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।

11. মাবুদের ও তাঁর শক্তির খোঁজ কর,নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর;

12. স্মরণ কর তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ,তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর মুখের সমস্ত শাসন;

13. তোমরা তো তাঁর গোলাম ইসরাইলের বংশ,তোমরা ইয়াকুবের সন্তান, তাঁর মনোনীত লোক।

১ খান্দাননামা 16