4. পরে তিনি মাবুদের সিন্দুকের সম্মুখে পরিচর্যা করতে এবং ইসরাইলের আল্লাহ্ মাবুদকে স্মরণ করতে তাঁর প্রশংসা-গজল ও প্রশংসা করতে লেবীয়দের কয়েক জনকে নিযুক্ত করলেন;
5. এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় জাকারিয়া, অপর যিয়ীয়েল, শমীরোমোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। এরা আল্লাহ্র নিয়ম-সিন্দুকের সম্মুখে নেবল ও বীণা বাজাতেন ও আসফ উচ্চধ্বনির করতাল বাজাতেন।
6. আর বনায় ও যহসীয়েল এই দু’জন ইমাম প্রতিনিয়ত তূরী বাজাতেন।
7. আর সেদিন দাউদ মাবুদের উদ্দেশে প্রশংসা-গজল করার ভার আসফের ও তাঁর ভাইদের হাতে প্রথমে অর্পণ করলেন।
8. মাবুদের প্রশংসা-গজল কর,তাঁর নামে ডাক,জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।
9. তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর।তাঁর সমস্ত অলৌকিক কাজ ধ্যান কর।
10. তাঁর পবিত্র নামের মহিমা হোক;যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।
11. মাবুদের ও তাঁর শক্তির খোঁজ কর,নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর;
12. স্মরণ কর তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ,তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর মুখের সমস্ত শাসন;
13. তোমরা তো তাঁর গোলাম ইসরাইলের বংশ,তোমরা ইয়াকুবের সন্তান, তাঁর মনোনীত লোক।
14. তিনি আমাদের আল্লাহ্, মাবুদ,তাঁর সমস্ত শাসন সারা দুনিয়াতে বিদ্যমান।
15. তোমরা তাঁর নিয়ম অনন্তকাল স্মরণ করো,সেই কালাম তিনি হাজার পুরুষপরম্পরার প্রতি হুকুম করেছেন।