35. তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্, উদ্ধার কর,আমাদেরকে সংগ্রহ কর,জাতিদের হাত থেকে উদ্ধার কর,যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি,যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।
36. মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।পরে সকল লোক বললো আমিন, আর মাবুদের প্রশংসা করলো।
37. আর প্রতিদিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়মিতভাবে পরিচর্যা করার জন্য তিনি আসফ ও তাঁর ভাইদেরকে মাবুদের নিয়ম সিন্দুকের সম্মুখে রাখলেন।
38. ওবেদ-ইদোম ও তাঁদের আটষট্টি জন ভাই এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হলেন।