তোমরা বল, হে আমাদের নাজাতের আল্লাহ্, উদ্ধার কর,আমাদেরকে সংগ্রহ কর,জাতিদের হাত থেকে উদ্ধার কর,যেন আমরা তোমার পবিত্র নামের প্রশংসা-গজল করি,যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি।