21. তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না,বরং তাদের জন্য বাদশাহ্দেরকেও অনুযোগ করতেন,
22. “আমার অভিষিক্ত ব্যক্তিদেরকে স্পর্শ করো না,আমার নবীদের অপকার করো না।”সমস্ত ভুবন! মাবুদের উদ্দেশে গজল গাও,
23. দিন দিন তাঁর উদ্ধার ঘোষণা কর।
24. তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব,সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কাজগুলো।
25. কেননা মাবুদ মহান ও অতি কীর্তনীয়,তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়ঙ্কর।
26. কেননা জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র,কিন্তু মাবুদ আসমানের নির্মাতা।
27. সম্মান ও মহিমা তাঁর অগ্রবর্তী,শক্তি ও আনন্দ তাঁর বাসস্থানে বিদ্যমান।