16. সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন,সেই শপথ ইস্হাকের কাছে করলেন;
17. তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে,ইসরাইলের জন্য অনন্তকালীন নিয়ম বলে দাঁড় করিয়েছিলেন;
18. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের স্বীকৃত অধিকার;
19. সেই সময় তোমরা সংখ্যাতে বেশি ছিলে না,অল্পই ছিলে এবং সেখানে প্রবাসী ছিলে।
20. তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে,এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত।
21. তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না,বরং তাদের জন্য বাদশাহ্দেরকেও অনুযোগ করতেন,
22. “আমার অভিষিক্ত ব্যক্তিদেরকে স্পর্শ করো না,আমার নবীদের অপকার করো না।”সমস্ত ভুবন! মাবুদের উদ্দেশে গজল গাও,