16. সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন,সেই শপথ ইস্হাকের কাছে করলেন;
17. তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে,ইসরাইলের জন্য অনন্তকালীন নিয়ম বলে দাঁড় করিয়েছিলেন;
18. তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব,তা-ই তোমাদের স্বীকৃত অধিকার;
19. সেই সময় তোমরা সংখ্যাতে বেশি ছিলে না,অল্পই ছিলে এবং সেখানে প্রবাসী ছিলে।