7. গের্শোমের সন্তানদের মধ্যে যোয়েল নেতা, আর তাঁর ভাইয়েরা এক শত ত্রিশ জন;
8. ইলীষাফণের সন্তানদের মধ্যে শমরিয় নেতা, আর তাঁর ভাইয়েরা দুই শত জন;
9. হেবরনের সন্তানদের মধ্যে ইলীয়েল নেতা আর তাঁর ভাইয়েরা আশী জন;
10. উষীয়েলের সন্তানদের মধ্যে অম্মীনাদব নেতা, আর তাঁর ভাইয়েরা এক শত বারো জন।
11. পরে দাউদ সাদোক ও অবিয়াথর, এই দুই ইমামকে এবং লেবীয়দেরকে, অর্থাৎ ঊরীয়েলকে, অসায়কে, যোয়েলকে, শমরিয়কে, ইলীয়েলকে ও অম্মীনাদবকে ডেকে তাঁদের বললেন,
12. তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভাইয়েরা নিজদেরকে পবিত্র কর, তাতে আমি ইসরাইলের আল্লাহ্ মাবুদের সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করেছি, সেই স্থানে তা আনতে পারবে।
13. কেননা প্রথমবার তোমরা তা বহন কর নি, এজন্য আমাদের আল্লাহ্ মাবুদ আমাদেরকে আক্রমণ করলেন, কারণ আমরা বিধিমতে তাঁর খোঁজ করি নি।
14. পরে ইমাম ও লেবীয়েরা ইসরাইলের আল্লাহ্ মাবুদের সিন্দুক আনবার জন্য নিজদেরকে পবিত্র করলেন।
15. আর লেবীয়রা বহন-দণ্ডযোগে কাঁধে করে আল্লাহ্র সিন্দুক বহন করলো, যেমন মাবুদের কালাম অনুসারে মূসা হুকুম করেছিলেন।