1. আর দাউদ নিজের জন্য দাউদ-নগরে অনেক বাড়ি নির্মাণ করলেন এবং আল্লাহ্র সিন্দুকের জন্য একটি স্থান প্রস্তুত করলেন, তার জন্য একটি তাঁবু স্থাপন করলেন।
2. সেই সময়ে দাউদ বললেন, আল্লাহ্র সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কারো কর্তব্য নয়, কেননা আল্লাহ্র সিন্দুক বইতে ও চিরকাল তাঁর পরিচর্যা করতে মাবুদ তাদেরকেই মনোনীত করেছেন।
3. পরে দাউদ মাবুদের সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করেছিলেন, সেই স্থানে তা আনবার জন্য সমস্ত ইসরাইলকে জেরুশালেমে একত্র করলেন।
4. আর দাউদ হারুন-সন্তানদেরকে ও এই সব লেবীয়কে একত্র করলেন;
5. কহাতীয়দের মধ্যে ঊরীয়েল নেতা, আর তাঁর ভাইয়েরা এক শত বিশ জন;