1. আর টায়ারের বাদশাহ্ হীরম দাউদের জন্য একটি বাড়ি নির্মাণ করার জন্য তাঁর কাছে দূত এবং এরস কাঠ, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি পাঠালেন।
2. তখন দাউদ বুঝলেন যে, মাবুদ ইসরাইলের বাদশাহ্র পদে তাঁকে সুস্থির করেছেন, কেননা তাঁর লোক ইসরাইলের জন্য তাঁর রাজ্য উন্নতি লাভ করেছিল।
3. আর দাউদ জেরুশালেমে আরও কয়েকজন স্ত্রী গ্রহণ করলেন এবং দাউদ আরও পুত্রকন্যার জন্ম দিলেন।
4. জেরুশালেমে তাঁর যেসব পুত্র জন্মগ্রহণ করলো, তাদের নাম; শম্মূয়, শোবব, নাথন, সোলায়মান,
5. যিভর, ইলীশূয়, ইপ্পেলট
6. নোগহ, নেফগ, যাফিয়,
7. ইলীশামা, বীলিয়াদা ও ইলীফেলট।