1. যে সময়ে দাউদ কীশের পুত্র তালুতের ভয়ে অবরুদ্ধ থাকতেন, সেই সময় এসব লোক সিক্লগে দাউদের কাছে এসেছিল; তারা যুদ্ধে তাঁর সহকারী বীরদের মধ্যে ছিল।
2. তারা তীরন্দাজ এবং ডান ও বাম উভয় হাত দিয়ে ফিঙ্গার পাথর ও তীর নিক্ষেপে নিপুণ ছিল; তারা তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীনীয় লোক ছিল।
3. অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, এরা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ;