এভাবে ইসরাইলের প্রাচীনেরা সকলে হেবরনে বাদশাহ্র কাছে আসলেন; তাতে দাউদ হেবরনে মাবুদের সাক্ষাতে তাঁদের সঙ্গে নিয়ম করলেন এবং শামুয়েলের দ্বারা কথিত মাবুদের কালাম অনুসারে তাঁরা দাউদকে ইসরাইলের বাদশাহ্র-পদে অভিষিক্ত করলেন।