24. যিহোয়াদার পুত্র বনায় এসব কাজ করলেন, তাতে তিনি তিন জন বীরের মধ্যে খ্যাতনামা হলেন।
25. দেখ, তিনি, ঐ ত্রিশ জনের চেয়ে মর্যাদাপন্ন, কিন্তু প্রথম তিন জনের মত ছিলেন না; দাউদ তাঁকে তাঁর রক্ষী সেনার নেতা করলেন।
26. সৈন্যবর্গের অসম সাহসী লোকদের নাম। যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমস্থ দোদোর পুত্র ইল্হানন,
27. হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,
28. তকোয়ীয় ইক্কেশের পুত্র ঈরা,
29. অনাথোতীয় অবীয়েষর, হূশাতীয়,
30. সিব্বখয়, অহোহীয় ঈলয়, নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার পুত্র হেলদ,
31. বিন্ইয়ামীন-বংশের লোকদের গিবিয়া-নিবাসী রীবয়ের পুত্র ইথয়, পিরিয়াথোনীয় বনায়,
32. গাশ উপত্যকা-নিবাসী হূরয়, অর্বতীয় অবীয়েল,
33. বাহরূমীয় অস্মাবৎ, শাল্বোনীয় ইলিয়হবঃ,
34. গিষোণীয় হাষেমের পুত্ররা, হরারীয় শাগির পুত্র যোনাথন,
35. হরারীয় সাখরের পুত্র অহীয়াম, ঊরের পুত্র ইলীফাল,
36. মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,
37. কর্মিলীয় হিষ্রো, ইষ্বয়ের পুত্র নারয়,
38. নাথনের ভাই যোয়েল, হগ্রির পুত্র মিভর,
39. অম্মোনীয় সেলক, সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয় নহরয়,