১ খান্দাননামা 10:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. পরদিন ফিলিস্তিনীরা নিহত লোকদের সাজ-পোশাক খুলে নিতে এসে গিল্‌বোয় পর্বতে তালুত ও তাঁর পুত্রদের লাশ দেখতে পেল।

9. তখন তারা তাঁর সাজ-পোশাক খুলে তাঁর মুণ্ড ও সাজ-পোশাক নিল এবং তাদের দেব-মূর্তি ও জনগণকে শুভবার্তা জ্ঞাপন করার জন্য ফিলিস্তিনীদের দেশের সর্বত্র প্রেরণ করলো।

10. পরে তাঁর সাজ-পোশাক তাদের দেবালয়ে রাখল এবং তাঁর মুণ্ড দাগোন দেবতার গৃহে টাঙ্গিয়ে দিল।

11. পরে যখন যাবেশ-গিলিয়দের সমস্ত লোক তালুতের প্রতি কৃত ফিলিস্তিনীদের সেসব কাজের সংবাদ পেল,

১ খান্দাননামা 10