১ খান্দাননামা 1:8-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান।

9. কূশের সন্তান সবা, হবীলা,

10. সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।

11. আর লূদীয়, অনামীয়, লহাবীয়,

12. নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা।

13. এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

১ খান্দাননামা 1