১ খান্দাননামা 1:49-54 কিতাবুল মোকাদ্দস (BACIB)

49. আর তালুতের মৃত্যু হলে অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন।

50. আর বাল্‌হানন মারা যাওয়ার পর হদদ তাঁর পদে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

51. পরে হদদ ইন্তেকাল করলেন।

52. ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্না, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ, দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

53. দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর,

54. দলপতি মগ্‌দীয়েল, দলপতি ঈরম; এঁরা ইদোমের দলপতি।

১ খান্দাননামা 1