35. ইসের সন্তান ইলীফস, রূয়েল, যিয়ুশ, যালম ও কারুন।
36. ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক।
37. রূয়েলের সন্তান নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
38. সেয়ীরের সন্তান লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
39. লোটনের সন্তান হোরি ও হোমম; এবং তিম্না লোটনের বোন।
40. শোবলের সন্তান অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের সন্তান অয়া ও অনা।
41. অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান হম্রণ, ইশ্বন, যিত্রণ ও করাণ।
42. এৎসরের সন্তান বিল্হন, সাবন, যাকন। দীশনের সন্তান ঊষ ও অরাণ।
43. বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্ রাজত্ব করার আগে এই বাদশাহ্রা ইদোম দেশের বাদশাহ্ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্হাবা;
44. আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।