32. ইব্রাহিমের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান সিম্রণ, যক্ষণ, মদান, মাদিয়ান, যিশ্বক ও শূহ। যক্ষণের সন্তান সাবা ও দদান।
33. মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক অবীদ ও ইল্দায়া; এরা সকলে কটূরার সন্তান।
34. ইব্রাহিমের পুত্র ইস্হাক। ইস্হাকের পুত্র ইস্ ও ইসরাইল।
35. ইসের সন্তান ইলীফস, রূয়েল, যিয়ুশ, যালম ও কারুন।
36. ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক।
37. রূয়েলের সন্তান নহৎ, সেরহ, শম্ম ও মিসা।