28. ইব্রাহিমের পুত্র ইস্হাক ও ইসমাইল।
29. তাঁদের খান্দাননামা এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,
30. পরে কায়দার, অদ্বেল, মিব্সম, মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,
31. যিটূর, নাফীশ ও কেদমা; এরা ইসমাইলের সন্তান।
32. ইব্রাহিমের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান সিম্রণ, যক্ষণ, মদান, মাদিয়ান, যিশ্বক ও শূহ। যক্ষণের সন্তান সাবা ও দদান।
33. মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক অবীদ ও ইল্দায়া; এরা সকলে কটূরার সন্তান।
34. ইব্রাহিমের পুত্র ইস্হাক। ইস্হাকের পুত্র ইস্ ও ইসরাইল।
35. ইসের সন্তান ইলীফস, রূয়েল, যিয়ুশ, যালম ও কারুন।