১ খান্দাননামা 1:25-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. এবর, পেলগ, রিয়ূ,

26. সরূগ, নাহোর, তেরহ,

27. ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।

28. ইব্রাহিমের পুত্র ইস্‌হাক ও ইসমাইল।

29. তাঁদের খান্দাননামা এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

30. পরে কায়দার, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা,

31. যিটূর, নাফীশ ও কেদমা; এরা ইসমাইলের সন্তান।

১ খান্দাননামা 1