১ খান্দাননামা 1:12-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা।

13. এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

14. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,

15. হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

16. অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

17. সামের সন্তান ইলাম, আসেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল গেথর ও মেশেক।

18. আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন।

19. এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।

20. আর ইয়াকতান অল্‌মোদদ,

21. শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

22. হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল,

23. সাবা, ওফীর, হবীলা ও যোবরের জন্ম দিলেন। এরা সকলে ইয়াকতানের সন্তান।

১ খান্দাননামা 1