১ খান্দাননামা 1:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আদম, শিস, আনুশ,

2. কৈনন, মাহলাইল,

3. ইয়ারুদ, হনোক, মুতাওশালেহ, লামাক,

4. নূহ্‌, সাম, হাম ও ইয়াফস।

5. ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

6. গোমরের সন্তান অস্কিনস, দীফৎ ও তোগর্ম।

7. যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।

8. হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান।

১ খান্দাননামা 1