1. আদম, শিস, আনুশ,
2. কৈনন, মাহলাইল,
3. ইয়ারুদ, হনোক, মুতাওশালেহ, লামাক,
4. নূহ্, সাম, হাম ও ইয়াফস।
5. ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
6. গোমরের সন্তান অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
7. যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।
8. হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান।
9. কূশের সন্তান সবা, হবীলা,
10. সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।