7. তারপর তিনি ইয়াকুবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন।
8. সকলের শেষে অসময়ে জন্মেছি যে আমি, আমাকেও দেখা দিলেন।
9. কেননা প্রেরিতদের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হবার অযোগ্য, কারণ আমি আল্লাহ্র মণ্ডলীকে তাড়না করতাম।
10. কিন্তু আমি যা হয়েছি, আল্লাহ্র রহমতেই হয়েছি; এবং আমার প্রতি দত্ত তাঁর রহমত নিরর্থক হয় নি, বরং তাঁদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করেছি; আমিই যে করেছি তা নয়, কিন্তু আমার সহবর্তী আল্লাহ্র মেহেরবানীই করেছে;
11. অতএব আমিই হই, আর তাঁরাই হোন, আমরা এরূপ তবলিগ করি এবং তোমরা এরূপ বিশ্বাস করেছ।
12. ভাল, মসীহ্ যখন এই বলে তবলিগকৃত হচ্ছেন যে, তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তখন তোমাদের কেউ কেউ কেমন করে বলছো যে, মৃতদের পুনরুত্থান নেই?
13. মৃতদের পুনরুত্থান যদি না হয়, তবে মসীহ্ও তো পুনরুত্থিত হন নি।
14. আর মসীহ্ যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তা হলে তো আমাদের তবলিগও বৃথা আর তোমাদের ঈমানও বৃথা।
15. আবার আমরা যে আল্লাহ্র সম্বন্ধে মিথ্যা সাক্ষী, তা-ই প্রকাশ পাচ্ছে; কারণ আমরা আল্লাহ্র বিষয়ে এই সাক্ষ্য দিয়েছি যে, তিনি মসীহ্কে মৃত্যু থেকে জীবিত করেছেন; কিন্তু যদি মৃতদের পুনরুত্থান না হয়, তা হলে তিনি তাঁকে পুনরুত্থিত করেন নি।
16. কেননা মৃতদের পুনরুত্থান যদি না হয়, তবে মসীহ্ও পুনরুত্থিত হন নি।