56. মৃত্যুর হুল গুনাহ্ ও গুনাহ্র শক্তি শরীয়ত।
57. কিন্তু আল্লাহ্র শুকরিয়া হোক, তিনি আমাদের প্রভু ঈসা মসীহ্ দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন।
58. অতএব, হে আমার প্রিয় ভাইয়েরা, সুস্থির হও, অবিচল হও, প্রভুর কাজে সব সময় উপ্চে পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।