31. অতএব তোমরা ভোজন, বা পান, বা যা কিছু কর, সকলই আল্লাহ্র গৌরবার্থে কর।
32. ইহুদী, বা গ্রীক, বা আল্লাহ্র মণ্ডলী, কারো বিঘ্ন জন্মাবে না;
33. যেমন আমিও সমস্ত বিষয়ে সকলের প্রীতিকর হই, নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু অনেকের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা নাজাত পায়।