1. যে কেউ বিশ্বাস করে যে, ঈসা-ই সেই মসীহ্ সে আল্লাহ্ থেকে জাত; এবং যে জন্মদাতাকে মহব্বত করে সে তাঁর মাধ্যমে জাত ব্যক্তিকেও মহব্বত করে।
2. এতে আমরা জানতে পারি যে, আল্লাহ্র সন্তানদেরকে মহব্বত করি— যখন আল্লাহ্কে মহব্বত করি ও তাঁর হুকুমগুলো পালন করি।
3. কেননা আল্লাহ্র প্রতি মহব্বত এই, যেন আমরা তাঁর হুকুমগুলো পালন করি; আর তাঁর হুকুমগুলো ভারী বোঝার মত নয়;
4. কারণ যা কিছু আল্লাহ্ থেকে জাত তা দুনিয়াকে জয় করে; এবং দুনিয়াকে যা জয় করেছে তা হল আমাদের ঈমান।
5. কে দুনিয়াকে জয় করে? কেবল সেই, যে বিশ্বাস করে, ঈসা আল্লাহ্র পুত্র।
6. তিনি সেই ঈসা মসীহ্, যিনি পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন; কেবল পানির মধ্যে দিয়ে নয়, কিন্তু পানি ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন।
7. আর পাক-রূহ্ই সাক্ষ্য দিচ্ছে, কারণ পাক-রূহ্ সেই সত্য।