7. তারা যত বেশি বৃদ্ধি পেত, আমার বিরুদ্ধে তত বেশি গুনাহ্ করতো; আমি তাদের সম্মান অপমানে পরিণত করবো।
8. এরা আমার লোকদের গুনাহ্র দ্বারা জীবিকা অর্জন করে, আর এরা তাদের অপরাধের প্রতি নিজেদের অন্তর নিবদ্ধ করে।
9. ঘটবে এই, যেমন লোক তেমনি ইমাম; আমি তাদের প্রত্যেকের কর্মপথ অনুযায়ী দণ্ড দেব ও প্রত্যেকের কাজের প্রতিফল দেব।
10. তারা ভোজন করবে, অথচ তৃপ্ত হবে না; জেনা করবে, অথচ বহুবংশ হবে না; কেননা তারা মাবুদকে ত্যাগ করেছে।
11. জেনা, মদ ও নতুন আঙ্গুর-রস, এসব বুদ্ধি হরণ করে।
12. আমার লোকেরা নিজেদের কাঠের টুকরার সাথে পরামর্শ করে ও তাদের লাঠি তাদেরকে দৈববাণী দেয়; কারণ জেনার রূহ্ তাদেরকে ভ্রান্ত করেছে, আর তারা নিজেদের আল্লাহ্র অধীনতা ছেড়ে জেনা করছে।