হোসিয়া 3:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদ আমাকে বললেন, তুমি পুনরায় গিয়ে প্রেমিকের প্রিয়া অথচ জেনাকারীণী এক জন স্ত্রীকে মহব্বত কর; যেমন মাবুদ বনি-ইসরাইলকে মহব্বত করেন, যদিও তারা অন্য দেবতাদের প্রতি ফিরে থাকে এবং আঙ্গুরের পিঠা ভালবাসে।

2. তাতে আমি পনের রূপার মুদ্রা দিয়ে এবং এক হোমর যব ও অর্ধেক হোমর যব দিয়ে তাকে নিজের জন্য ক্রয় করলাম।

3. আর আমি তাকে বললাম, ‘তুমি অনেক দিন পর্যন্ত আমার জন্য বসে থাকবে, জেনা করবে না ও কোন পুরুষের স্ত্রী হবে না; এবং আমিও তোমার প্রতি তেমনি ব্যবহার করবো।’

হোসিয়া 3