3. এজন্য তারা সকাল বেলার মেঘের মত, খুব ভোরে অন্তর্হিত শিশিরের মত, ঘূর্ণিবাতাস দ্বারা খামার থেকে বাতাসে উড়ে যাওয়া ভুষির মত ও জানালা থেকে বের হওয়া ধোঁয়ার মত হবে।
4. তবুও আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্ মাবুদ; আমাকে ছাড়া আর কোন আল্লাহ্কে তুমি জানবে না এবং আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই।
5. আমিই মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে, তোমাকে দেখাশুনা করেছিলাম।