হোসিয়া 12:4-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. হ্যাঁ, সে ফেরেশতার সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল;সে তাঁর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল;সে বেথেলে তাঁকে পেয়েছিলে,তিনি সেখানে আমাদের সঙ্গে আলাপ করলেন।

5. মাবুদ বাহিনীগণের আল্লাহ্‌;মাবুদ তাঁর স্মরণীয় নাম।

6. অতএব তুমি তোমার আল্লাহ্‌র কাছে ফিরে এসো, রহম ও ন্যায়বিচার রক্ষা কর; প্রতিদিন তোমার আল্লাহ্‌র অপেক্ষায় থাক।

7. সে ব্যবসায়ী, তার হাতে ছলনার নিক্তি, সে ঠকাতে ভালবাসে।

8. আর আফরাহীম বলেছে, আমি তো ঐশ্বর্যবান হলাম, নিজের জন্য সংস্থান করলাম, আমার সমস্ত শ্রমে এমন কোন অপরাধ পাওয়া যাবে না, যাতে গুনাহ্‌ হয়।

9. কিন্তু আমিই মিসর দেশ থেকে তোমার আল্লাহ্‌ মাবুদ; আমি নির্দিষ্ট ঈদের দিনের মত তোমাকে পুনর্বার তাঁবুতে বাস করাব।

হোসিয়া 12